“রাখাল ছেলে ছেলে বারেক ফিরে চাও, বাঁকা গাঁয়ের পথটি বেয়ে; কোথায় চলে যাও” এমন লাইনের কবিতা হয়তো অনেকেই পাঠ্যবইয়ে পড়েছেন। না পড়লেও বাঙালির চিরায়ত জীবন গাঁথায় রাখাল ছেলে যে একটা অবিচ্ছেদ্য অংশ, সেটাও অনেকেই জানেন। এর বাইরেও অনেকেই আছেন যারা এই একই নামে পাশ্চাত্যের “কাউ বয়”কে চেনেন। সেলুলয়েডের পর্দায় বাংলার রাখাল ছেলেকে নিয়ে যতটা না কাজ হয়েছে, তার চেয়ে অনেক এগিয়ে কাউ বয়। হলিউউডের অনেক মুভিই আছে কাউবয় চরিত্র জুড়ে।
সেরকমই একজন কাউবয় এলেন দূষণের এক শহরে। শহরের সড়কে, অট্রালিকায়, রেস্তোরাতে, বেলকনিতে ধূলোর রাজত্ব। তিনি শুধু কাউবয়ই নন, কাউবয়ের বেশে একজন সুপার হিরোও বলতে পারেন। তিনি রেঁনেসা, যার প্রতীক্ষায় মানুষ বসে ছিল। তিনি শহরকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে গেলেন, শহর জুড়ে সুন্দরের আনন্দ!
হ্যাঁ, এমনই এক গল্প সম্প্রতি মাতিয়ে গেলো সোশ্যাল মিডিয়া। অনেকেই সেটির প্রশংসা করলেন।