ইয়াশ-তটিনী

ইয়াশ রোহান এবং তানজিম সাইয়ারা তটিনীর প্রেমের গুঞ্জন নতুন নয়। তবে ছোট পর্দার জনপ্রিয় এই দুই তারকা কখোনোই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলে স্বীকার করেননি। দুজনই সবসময় বলে এসেছেন তাদের মধ্যে সম্পর্কটা স্রেফ বন্ধুত্বের আর পেশাগত; তাদের মধ্যে বোঝাপড়াটা ভালো, এর বাইরে আর কিছু নয়।

তবে মুখে অস্বীকার করলেও এবার বোধহয় নিজেদের মধ্যে প্রেমের সর্ম্পকটি আর লুকাতে পারলেন না ইয়াশ-তটিনি। অথবা ইচ্ছাকৃতভাবেই ইঙ্গিত দিয়ে দিলেন প্রেমের।

২৪ আগস্ট তানজিম সাইয়ারার তটিনীর জন্মদিন। স্বভাবতই জন্মদিনে ভক্ত-শুভাকাঙক্ষী-সহশিল্পীদের শুভেচ্ছায় ভাসছেন তটিনি। তবে গুঞ্জন দেখা দিয়েছে ইয়াশ রোহানের শুভেচ্ছা জানানোর ভঙ্গিতে।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে নিজের ফেসবুকে আইডি থেকে হ্যাপি বার্থডে লিখে তটিনিকে শুভেচ্ছা জানিয়েছেন ইয়াশ। এই পর্যন্ত সব ঠিকই ছিল। তবে প্রশ্নের জন্ম দিয়েছে ওই পোস্টের সঙ্গে আপলোড করা ছবিটি।

ওই ছবিতে দেখা যাচ্ছে সূর্যের আলোর সামনে একে অপরের বাহুডোরে বাঁধা পড়ে আছেন ইয়াশ-তটিনী। সূর্যের আলোতে তাদের মুখ অস্পষ্ট। হতে পারে এটি কোনো নাটকের দৃশ্য থেকে নেওয়া অথবা শুটিং স্পটে তোলা কোনো ছবি। কিন্তু ছবির পোজটি অত্যন্ত রোমান্টিক। আর রোমান্টিক পোজের এমন ছবি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানোর বিষয়টি মোটেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত নয়; বরং এটিকে প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনার ইঙ্গিতই বলে মনে করছেন ইয়াশ তটিনীর ভক্তদের অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *