zayed khan-জায়েদ খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের সদস্যপদ বাতিল করেছে সমিতির বর্তমান কমিটি।

শনিবার (২ মার্চ) চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজনে অনুষ্ঠিত দ্বি-সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চলচ্চিত্র পরিষদ নেতা খোরশেদ আলম খসরু সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে প্রধান নির্বচন কমিশনারের দায়িত্ব পালন করবেন।

খোরশেদ আলম খসরু জানান, বনভোজনের শুরুতে শিল্পী সমিতির দ্বি-সাধারণ সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদনে ৯ নম্বর একটি বার্তায় জায়েদ খানের সদস্যপদ বাতিলের ঘোষণা দেওয়া হয়।

ঘোষণাপত্রে জানানো হয়, কোনো সাংগঠনিক দুর্বলতা না পেয়ে জায়েদ খান ব্যক্তিগত আক্রোশ ধারাবাহিকভাবে চলচ্চিত্র শিল্পী সমিতিসহ সাধারণ সম্পাদকের নামে মিথ্যা, মনগড়া, কুরুচিপূর্ণ কল্পকাহিনী সাংবাদিক সম্মেলন, ইউটিউব, ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় গত এপ্রিলের ২ তারিখের সভায় সর্বসম্মতিক্রমে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে।

এদিকে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক এই বনভোজনে দাওয়াত পাননি জায়েদ খান। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

https://www.youtube.com/watch?v=IKQaj60Q8cE

আরও পড়ুন: মাহিয়া মাহি: ফেসবুকে আমার দেওয়া স্ট্যাটাস নিয়ে নিউজ করবেন না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *